জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা
রবিবারের আড্ডা
————–২৬ এপ্রিল ২০২০ রবিবার—————
|| ফিরে দেখা ||
“পৃথিবীতে সব বোঝার দরকার কি? বুঝতে গেলে বিভিন্ন সমস্যা তৈরি হয়। বরফ জলে ভাসে। বরফও পানী, জলও পানি। তার পরেও একজন আরেকজনের উপর দিব্যি ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়ানোটা ইন্টারেস্টিং। তার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তেমনভাবে ইন্টারেস্টিং নয়।”
-সেখ আনসার আলি, জিরো পয়েন্ট-এর প্রতিষ্ঠাতা
কবিতাগুচ্ছ
স্পর্শসুরের সৌন্দর্যে
কেতকী মির্জা
শুধু তোমার জন্যেই আমি ; নারী হয়েছিলাম ,
এ পৃথ্বীর ধূলোয় মাটি মায়ের কোলে,
উচ্চস্বরে জন্মেই অস্তিত্বের সন্ধানে কেঁদেছিলাম।
মাতৃবক্ষের সুধারস শিকড়ের মতো শুষে নিয়ে,
মেখেছি বেঁচে থাকার পুষ্প পরাগরেণু ,
অবিরাম বহমান নদী হতে চাইনি আমি !
চেয়েছি কেবলই বিন্দু বিন্দু শিশির কণা হয়ে,
এ ধরিত্রী বুকে কচি ঘাসের ভেজাতে তনু।
মুখরিত হৃদয় সমুদ্রের তলদেশে ঝাঁপ দিয়ে,
দুর্দমনীয় অন্বেষায় ডুব সাঁতার খেলেছিলাম।
শুধু তোমার জন্যেই হাতড়ে খুঁজেছি ঝিনুকের অন্তর,
যেখানে সর্বদাই জ্বলে বৈচিত্র্যময় মুক্তো কিরণ।
অপরূপ সৌন্দর্য শোভা ভালোলাগায় ভরেছি মন,
শুধু তোমার জন্যই ভরা বসন্তের অপেক্ষায় এ জীবন।
অপেক্ষমান গভীর উপলব্ধির ছোঁয়ায় হৃদয়াকাশে,
গভীর রাত্রির রং প্রকরণে চিন্তায় জাগি সারাক্ষণ।
জীবনের প্রবল প্রলয়ে প্রেম প্রীতি ভুলে গিয়ে,
কালের ছলনায় পাল্টে গেছে জীবনের বাঁক,
তবুও উঁকিঝুঁকি দেয় মনাকাশে ভাবাবেগে ,
ভাবিত নিবদ্ধ মন আজও রঙিন এ্যালবামে,
পাতা ওল্টানো সেইসব স্মৃতির পাতায় অনুসন্ধানে।
অধীর ব্যাকুল বাতাসেরা মনাকাশে তোলে তান,
বৃষ্টিমুখর গভীর অরণ্যে জাগে ভেজা মাটির ঘ্রাণ।
মনে রেখো , তা শুধুমাত্র তোমারই জন্যে….♦
লকডাউন এ প্রাপ্তি
মঞ্জুশ্রী মন্ডল
লকডাউন আমায় শিক্ষা দিল
বাইরে আমায় বেরোতে নয়,
বিশেষ প্রয়োজনে বেরোতে হলে
এক মিটার দূরত্ব রাখতে হয়।
সপরিবারে বাড়ির ভিতরে
একসাথে থাকার সুযোগ,
পরিবেশের দূষণ কমায়
হচ্ছে সবার কম রোগ।
প্রতিবেশীর সাথে হয়না দেখা
হিংসা কিংবা ঝগড়া নাই,
স্মার্টফোনে কাটছে সময়
একটুও তাই বিরক্ত নাই।
সামাজিক,ধর্মীয় অনুষ্ঠান
সব একেবারেই বন্ধ,
রাজনৈতিক দলগুলোরও
নেইকো দ্বিধা-দ্বন্দ্ব।
লকডাউনের চাপে পড়ে
খরচটাতেও লাগাম পরে
আত্মীয়-স্বজনও পর হয়ে
থাকবে সবাই দূরে দূরে।
আস্তিকের প্রার্থনা এখন
সব মানুষেরই জন্য,
অসচেতন মানুষ গুলোই
লকডাউন করেনা গন্য।
করোনায় আক্রান্ত হলে
স্বজনের সেবা থাকবেনা।
অসুস্থ কেউ মারা গেলে
পোড়ানোর লোকও পাবে না।
অসচেতন মানুষগুলোই
সচেতনদের দেবে বাঁশ,
সরকারের এই লকডাউন
থাকবে হয়ে ইতিহাস।
করোনা ভাইরাস দিচ্ছে ছড়িয়ে
বিশ্ব জুড়ে আতঙ্ক,
লকডাউনেও পাচ্ছি বসে
হতাহতেরই অংক।
লকডাউন আমায় শিক্ষা দিল
বেঁচে যদি থাকতে চাও,
পরিবারকে সঙ্গে নিয়ে
ঘরের কোনে বন্দি হও।♦
নববর্ষ
পুনম বোস
রবিবারের আড্ডায় লেখা পাঠাতে হলে
zeropointpublication@gmail.com
ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান।
অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।