দুজনের মধ্যে রাজনৈতিক সংঘাত কিন্তু সর্বদা লেগেই থাকে। কিন্তু এখন কি আর সেই সময়। এখন একসাথে জোট হয়ে কাজ করার সময়। তাই এবার পশ্চিমবঙ্গের কথা জানতে, করোনা পরিস্থিতি জানতে মমতা ব্যানার্জীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নাকি তাদের মধ্যে কথা বার্তা হয়েছে এইরুপ যা সূত্রের মাধ্যমে জানা গেছে। তারা একে অপরকে ধন্যবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থা, লক ডাউন সম্পর্কে জেনে প্রধানমন্ত্রী খুশী হয়েছেন।এদিকে কেন্দ্রের প্যাকেজ সম্পর্কে জেনেও মমতা ব্যানার্জী ধন্যবাদ জানিয়েছেন। গারীব দের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজে অনেকটাই সন্তুষ্ট মমতা ব্যানার্জী। এদিকে রাজ্যেও ৩১ তারিখ পর্যন্ত লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছিল মুখ্যমন্ত্রী, আর পরেই আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লক ডাউন করার সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী সব রাজ্য নিয়েই চিন্তিত। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন করে সব খবর নিয়েছে। বিশেষ করে লক ডাউনের বিভিন্ন খবর জানতে চেয়েছে। আর সব খবর শুনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে মমতা ব্যানার্জীও প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন কিছু জিনিসের। যেমন মুখ্যমন্ত্রী পরীক্ষা করার কিট সম্পর্কে অবগত করেছে তাকে। তাকে তিনি বলেছেন রাজ্যে কিটের অভাবে পরীক্ষা করা যাচ্ছে না সবার। তাই সেটার জোগান খুবই দরকার এই মূহুর্তে। তাই সেইসব যেনো দ্রুত রাজ্যে পাঠানো হয়, সেই ব্যবস্থা করতে। এদিকে প্রধানমন্ত্রী আধা সামরিক বাহিনী মোতায়েন করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। প্রায় সবার সাথেই কথা হয় মমতা ব্যানার্জীর। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী সবাই কথা বলেন তার সাথে।।