29/11/2023 : 3:42 AM
অন্যান্য

কেন্দ্র সরকার লকডাউনের জন্য আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের অনুমতি দিল

সংবাদ সংস্থাঃ কোভিড – ১৯ এর মোকাবিলায় লকডাউন জারি হবার পর দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, ছাত্র-ছাত্রী সহ অন্য অনেকে আটকে পড়েছেন। কেন্দ্র, এই সমস্ত আটকে থাকা ব্যক্তিদের সড়কপথে চলাচলের অনুমতি দিয়েছে। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রাজি হলে তাঁরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবেন।

এই সমস্ত ব্যক্তিরা তাঁদের গন্তব্যে পৌঁছনোর পর, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ তাঁদের পরীক্ষা করবেন। এর পর তাঁরা হোম কোয়ারান্টাইনে থাকবেন। তবে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে কাউকে কোয়ারান্টাইন কেন্দ্রে পাঠানো হতে পারে। নির্দিষ্ট সময়ে তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

কোভিড জনিত পরিস্থিতিতে এই সমস্ত ব্যক্তিদের স্বাস্থ্যের বিষয়ে  খোঁজখবর রাখতে  আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারে উৎসাহ দেবার জন্য কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ জানিয়েছে।

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো সরকারী নির্দেশিকাটি  বিস্তারিত জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন।

http://164.100.117.97/WriteReadData/userfiles/MHA%20Order%20on%2029.4.2020%20on%20Movement%20of%20Stranded%20persons.pdf

Related posts

পূর্ব বর্ধমানে ভাতারের আবার করোনা পজিটিভঃ কিছুদিন আগে হরিয়ানা থেকে যুবক ফিরেছিলেন

E Zero Point

কাউন্সিলার সামসুল হক মির্জা অসহায় মানুষের পাশে

E Zero Point

মঙ্গলকোটের জাল পাড়ায় লকডাউনে অব্যাহত সুকুমার মায়ার অন্নকূট

E Zero Point

মতামত দিন