23/05/2024 : 8:33 AM
অন্যান্য

বলিউডের আর এক নক্ষত্র পতনঃ ঋষি কাপুর শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন

বিশেষ সংবাদ, মুম্বাইঃ ইরফান খানের মৃত্যু শোক এখনও কাটাতে পারেনি দেশ। এবার এল বলিউডের আরও এক তারকা ঋষি কাপুরের জীবনাবসানের বার্তা।

আজ সকালে ৭০ দশকের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭। গতকাল রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘ ফিল্ম কেরিয়ারে ঋষি কাপুর একশোর বেশী ছবিতে অভিনয় করেছেন। একাধিক পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয়।

এর আগে পরিবারের তরফে ঋষির ভাই রণধীর কাপুর জানান, যে শ্বাসকষ্ট জনিত সমস্যার জেরে অসুস্থ ঋষিকে হাসপাতালে ভর্তি করতে হয়। করোনার আবহে প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। এরপরই অভিনেতাকে আইসিইউতে ভর্তি করা হয়। উল্লেখ্য, ক্যানসারের চিকিৎসার জন্য তিনি বহুদিন ধরেই নিউ ইয়র্কে ছিলেন। সেই পুরো সময়টাতেই তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নিতু সিং।

Related posts

সম্পূর্ণ দেহ স্যানিটাইজ করার যন্ত্র উদ্ভাবন করল আই আই টি (বি এইচ ইউ)

E Zero Point

বাঙালি কি ভুলতে বসেছে ” বড়োলোকের বিটিলো লম্বা লম্বা চুল ” গানের স্রষ্টা বীরভূমের রতন কাহারকে

E Zero Point

এই প্রথম করোনা সংক্রমণ মৃতদেহ থেকে, চাঞ্চল্যকর রিপোর্টে আতঙ্ক বিশ্বজুড়ে

E Zero Point

মতামত দিন