24/03/2023 : 12:51 PM
অন্যান্য

সম্প্রীতির আবহাওয়ায় মেমারি তাতারপুর ডাঙ্গাপাড়ায় অন্নদান

স্টাফ রিপোর্টার, মেমারিঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যখন ভারতে প্রবেশ করল। তখন অনেকেই ভেবেছিলেন ভারতীয় হয়ে সকলে করোনার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ভারতের রাজনীতি নামক ভাইরাস করোনাকেও ধর্মীয় রং কিংবা রাজ্য-কেন্দ্র রাজনীতিতে ইস্যু করে তোলা হল। কিন্তু ভারতের মধ্যে অনেক ভারত আছে যেখানে ঘৃণ্য রাজনীতির সাইড এফেক্ট হয় না জনজীবনে। মেমারি পৌরসীমানার ঠিক বাইরে মেমারি তাতারপুর ডাঙ্গাপাড়ার হিন্দু-মুসলিম, নিম্নবিত্ত-মধ্যবিত্ত, আদিবাসী থেকে সাধারণ জনজাতি সম্মিলিত এই গ্রামে সকলেরই বাস সেখানে। লকডাউনের পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের রুজি রোজগার বন্ধ। তাই ডাঙ্গাপাড়ার কিছু স্থানীয় মানুষের উদ্দ্যোগে গত তিন দিন ধরে প্রায় ২০০০ মানুষকে অন্ন দান করলেন। সেখ জাহিরউদ্দিন, সেখ কওসর আলি, আব্দুল হান্নান, খোন্দকার তোরাব হোসেন, সেখ রজব আলি, ইয়াকুব মন্ডলের সহযোগিতা ও ব্যবস্থাপনায় এই মহতি অন্নদান লকডাউনের সামাজিক দূরত্ববিধি মেনে কাউকে বসিয়ে খাওয়ানো হচ্ছে অথবা কাউকে টিফিনে করে পার্সেল দেওয়া হচ্ছে।

এলাকর মসজিদের ইমাম ক্কারী জাকির হোসেন জানান, যে আগামী রমজান মাসের রোজার প্রথম দিনে সকলকে সামাজিক দূরত্ব মেনে ইফতার করানো হবে। এছাড়া তিনি জানান তিনি আজানের পর সকল গ্রামবাসীদের আবেদন করেছেন ঘরে বসে রোজা খুলুল ও নামাজ ঘরেতেই পড়ুন। করোনার প্রকোপ থেকে বাঁচার একমাত্র উপায় লকডাউন মেনে ঘরে থেকে পরিবারের সাথে সময় ব্যাতীত ও আল্লাহর প্রতি ধ্যাননিবেশ করা।

Related posts

বলিউডের আর এক নক্ষত্র পতনঃ ঋষি কাপুর শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন

E Zero Point

মেমারির গর্ব বঙ্গ কন্যা দিগন্তিকার বিশেষ মাস্কে কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রালয়ের সীলমোহর

E Zero Point

মেমারি সাতগেছিয়ায় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন

E Zero Point

মতামত দিন