স্বদেশ মজুমদারঃ লকডাউনের সময় আমাদপুর অঞ্চলের বিজরা গ্রামে আতান বিবি তলায় স্থানীয় যুবকের উদ্যোগে ১০০ পরিবারের বাচ্চাদের দুপুরের খাবার বিতরণ করা হলো। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ মাফিক মহম্মদ, সেখ আরিফ, সুরাব আলি, সেখ কাসেম আলি, আজমত আলি, হারুন সেখ, লালা সেখ, আরও অনেকে উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট