28/09/2023 : 9:42 AM
অন্যান্য

মেমারি ও আমাদপুরের দিনমজুরের পাশে সিপিআইএম

সংবাদদাতাঃ করোনা ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব দিশেহারা ! বিভিন্ন রাজৈনিতক দল যে যার মত অসহায় মানুষদের সাহায্য করে চলেছেন প্রতিদিন। ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র বিভিন্ন শাখা বিধিবদ্ধ ভাবে মানুষের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করছেন পার্টি কর্মীরা। তারা মানুষকে সচেতন করছেন তাই এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ঘরে থাকুন ,সুস্থ থাকুন ।

গত ৬ এপ্রিল মেমারি পৌর শহরের ১১ নং ওয়ার্ডে অসহায় মানুষদের চাল, ডাল,আলু, সাবান, বিলি করছেন, সিপিআই.এম কর্মীরা।

এছাড়াও মেমারি নলপুকুড় পাড়ায় আজ দক্ষিন রাধাকান্ত পুর-১ শাখার উদ্যোগে মুড়ি বিলি করা হয় গরিব মানুষকে।

আমাদপুর শাখায় ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) উদ্দ্যেগে এলাকার দুঃস্থ, অসহায় পরিবারকে চাল, আলু, মুসুরডাল ও সাবান দিয়ে সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়।

 

Related posts

দিল্লির পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের ফার্স্ট লেডি তৈরি করছেন মাস্ক

E Zero Point

আজ থেকে পবিত্র রমজান মাসঃ রাজ্য ও কেন্দ্র সরকার থেকে লকডাউন মেনে চলার আহ্বান

E Zero Point

ভাতারে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

E Zero Point

মতামত দিন