এখন যখন মানুষ করোনা ভাইরাস নিয়ে খুব চিন্তিত, তখন এইসবের থেকেও যেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা হল গুজব। সম্প্রতি অনেক ধরনের গুজব বাজারে ঘুরে বেড়াচ্ছে। মানুষ সেই সব গুজবকে বিশ্বাস করেই আরও অসুবিধার মধ্যে পরছে। আমরা জানি সব থেকে হোয়াটস আপে এখন বেশী গুজব ছড়ায়। তো সেই হোয়াটস আপেই দেখা গেছে সম্প্রতি একটি গুজব ছড়িয়েছে, ডেটল নাকি করোনা ভাইরাসের জীবাণুকে সহজে মেরে দিতে পারে। আমরা ছোট থেকেই দেখে আসছি যে জীবাণু সহজেই ডেটল ধ্বংস করে ফেলতে পারে, তাই এবারকার গুজবকেও মানুষ সহজেই বিশ্বাস করে ফেলেছে। অনেক মানুষ বিশ্বাস করে শেয়ার করা শুরু করেছে। আসলে যে ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে , সেখানে দেখা যাচ্ছে ডেটলের বোতলের পেছনের লেভেলের ছবি। সেখানে লেখা ডেটল কি কি ধরনের জীবাণুকে শেষ করতে সক্ষম? এইচ আই ভি১, হিউম্যান করোনা ভাইরাস, হারপেসিস সিমপ্লেক্স সহ আরও অনেক। কিন্তু এইসব ছেড়ে মানুষের নজর হিউম্যান করোনাতে। তাহলে কি করোনা ভাইরাসকে সহজেই মারতে সক্ষম এই ডেটল? এই নিয়ে আবার টুইট করে জানিয়েছে, সার্স-করোনা ভাইরাস মারতে এইডেটল সক্ষম, কিন্তু কোভিড-১৯ মারতে কোনোভাবেই সক্ষম না। এই কোভিড-১৯ আসলে আগের সার্স ভাইরাসের বংশধর, কিন্তু এটা তুলনামূলক বেশী শক্তিশালী।।
পূর্ববর্তী পোস্ট