করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ভারতে। সোমবার আক্রান্তের সংখ্যা পৌঁছে যার ৫০০ কাছাকাছি।
মেমারি বিধায়িকা নার্গিস বেগমের উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে আজ সকালে মেমারি পুরাতন সব্জীবাজারে মেমারি ব্লক তৃণমূল শিক্ষাসেলের সভাপতি কৌশিক মল্লিক ও ছাত্রযুবনেতা মুকেশ শর্মার নেতৃত্বে প্রায় ২০০ জন ক্রেতা-বিক্রেতার মধ্যে মাস্ক প্রদান করা হয়।
মাস্ক বাঁধছেন ছাত্রনেতা মুকেশ শর্মা। ছবিঃ নূর আহমেদ
কৌশিক মল্লিক জানান যেহারে মানুষ সমগ্র ভারতে করোনা আক্রান্ত হচ্ছে তা থেকে আমাদের রাজ্যের ও শহরের মানুষদের সচেতন করার লক্ষ্যে এইধরনের উদ্দ্যেগ আরও নেওয়া হবে সরকারী বিধিনিয়ম মেনে।
প্রসঙ্গত উল্লেখ্য মেমারি হাসপাতালে বিএইচএমও হর্ষ ঘোষের হাতে তারা ৫০টি মাস্ক তুলে দেন।
মেমারি হাসপাতালে বিএইচএমওর হাতে মাস্ক তুলে দিচ্ছেন শিক্ষাসেলের সভাপতি কৌশিক মল্লিক। ছবিঃ নূর আহমেদ