29/09/2023 : 1:19 PM
অন্যান্য

অসহায় মানুষের পাশে ফেডারেল ব্যাঙ্ক

স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনার সঙ্কটময় পরিস্থিতিতে চতুর্থ দফার লকডাউন শুরু হয়ে গেছে। লকডাউনের বিধিনিয়মে শিথিলতা দেওয়া হয়েছে কিন্তু করোনার অগ্রগতি উর্দ্ধমুথী। এমতাবস্থায় জেলার গ্রামে গ্রামে নিম্নবিত্ত দিন আনি দিন খায় মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। সরকারী রেশন সামগ্রী পেলেও তা একটি পরিবারের পক্ষে প্রয়োজনের তুলনায় কম।

গত ১৬ মে পূর্ব বর্ধমান জেলার কালীবেলে গ্রামে ফেডারেল ব্যাঙ্ক ও কর্মী ইউনিয়ন পক্ষ থেকে গ্রামের  দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হল।

ফেডারেল ব্যাঙ্কের উপ-শাখা প্রবন্ধক অনুপম জন আমাদের প্রতিনিধিকে জানান, ব্যাঙ্ক থেকে ডিজিটাল পদ্ধতিতে গরীব মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। করোনা মহামারীর কঠিন পরিস্থিতিতে সমাজের প্রতি আমরা দায়বদ্ধ, তাই অসহায় মানুষের সেবা করা এখন আমাদের প্রাথমিক লক্ষ্য।

Related posts

মেমারিতে নীরবে-নিভৃতে খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

E Zero Point

লকডাউনের তৃতীয় দফাতেও অন্নদান সেবা চালু থাকবে বর্ধমানের গুরুদুয়ারে

E Zero Point

ক্যামেরায় আর চোখ রাখবেন না বিশিষ্ট চিত্রসাংবাদিক রণজয় রায়

E Zero Point

মতামত দিন