করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সারা দেশে যখন লকডাউন চলছে, তখনই এল খুশির খবর। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৬৫ টাকা মকল গ্যাসের দাম। ফলে ভর্তুকিহীন গ্যাসের দাম কমে দাঁড়াল ৭৭৪ টাকা ৫০ পয়সা। মার্চের আগে রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৮৯৬ টাকা। সেই নিরিখে স্বস্তি মিলল অনেকটাই।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তারপর ১ মার্চ গ্যাসের দাম কমে দাঁড়ায় ৮৩৯ টাকা। এবার তা থেকেও আরও কমল গ্যাসের দাম। ফলে মধ্যবিত্তদের হেঁসেলে যে আগুন লেগেছিল, তার নিবৃত্তি ঘটল খানিকটা। উল্লেখ্য, দিল্লির নির্বাচনী ফলাফল প্রকাশের পর একলাফে অনেকটা বেড়েছিল গ্যাসের দাম।
দেশের চারটি মহানগর দিল্লি, কলকাতা, মুম্বই ও দিল্লিতে ১৪২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছে ৬৫ টাকা। সেই নিরিখেই কমবে ১৯ কেজি সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এমনটাই জানিয়েছে। তারা জানিয়েছে, বুধবার থেকেই এই দাম কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের দাম নির্ধারণে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করে। সেইমতোই এপ্রিলের দাম নির্ধারণ করল। সেখানে দাম কমল এক লাফে ৬৫ টাকা। এর ফলে ভর্তুকির পরিমাণও বদলে যাবে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের দাম নির্ধারণে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করে। সেইমতোই এপ্রিলের দাম নির্ধারণ করল। সেখানে দাম কমল এক লাফে ৬৫ টাকা। এর ফলে ভর্তুকির পরিমাণও বদলে যাবে।