24/03/2023 : 12:04 PM
অন্যান্য

করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক খবর | সংবাদমাধ্যমকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট সংবাদমাধ্যমকে নির্দেশ দিয়েছে যে কেন্দ্র সরকার আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি পোর্টালটি বানাবে করোনা ভাইরাসের তথ্য নিয়ে। সেখান থেকেই শুধুমাত্র তথ্য নিয়ে নিজেদের পোর্টালে ছাপাতে অথবা পাবলিশ করতে। এই তথ্য অফিসিয়াল ভার্সন হবে। অর্থাৎ তা যাচাই করা থাকবে। যাতে করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক খবর না ছড়ায় সেই জন্যই এই পদক্ষেপ।

ঘটনা হল এদিন কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় যে করোনা ভাইরাস নিয়ে দেশজুড়ে যে বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে সেই খবরের জেরে নানা নেতিবাচক ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, আমরা এই মহামারী নিয়ে যে আলোচনা চলছে তাতে বাধা দিতে চাই না। তবে মিডিয়ার প্রতি নির্দেশ, এই মহামারী নিয়ে যে যে খবর সামনে আসছে তা শুধুমাত্র সরকারের যাচাই করা মাধ্যম থেকে নেওয়া হোক। শ্রমিকদের একটা বড় অংশ অন্য শহরে কাজ করেন। তাদেরকে ভুয়ো খবরের মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে যে এই লকডাউন তিন মাসের বেশি সময় ধরে চলবে। ফলে ভুয়ো খবরের জেরে এই পরিযায়ী শ্রমিকদের চূড়ান্ত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এমনকী তার মধ্যে কয়েকজনের প্রাণ গিয়েছে। তাই ভুয়ো খবর যা প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তা থেকে মুখ ফিরিয়ে থাকা সম্ভব নয়। ভারতীয় দণ্ডবিধির বিপর্যয় ম্যানেজমেন্ট আইন ২০০৫ এর ৫৪ নম্বর ধারা অনুযায়ী এই আইন তৈরি হয়েছে। এবং যারা ভুয়ো খবর ছড়াবেন সেই সমস্ত ব্যক্তিদের সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাজা ও জরিমানা দুটোই হতে পারে।

Related posts

মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে খাদ্রসামগ্রী প্রদান

E Zero Point

পূর্ব বর্ধমানে জেলাপ্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চলছে

E Zero Point

ধারাবাহিক গল্পঃ নীভা থেকে নীভাদেবী হয়ে ওঠার কাহিনী (চতুর্থ পর্ব) ~ সুতপা দত্ত

E Zero Point

মতামত দিন