08/09/2024 : 2:56 PM
অন্যান্য

আজ ২৬ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবসঃ ভবিষ্যতের নিরাপত্তার মূল হিসেবে সবুজ উদ্ভাবন

দিগন্তিকা বোস

আজ ২৬ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ভবিষ্যতের নিরাপত্তার মূল হিসেবে সবুজ উদ্ভাবন।

বিশ্বের ১৮৪টি দেশের মতো আমাদের দেশেও দিবসটি পালন করা হয়। মানুষের ভাবনাশক্তি, সৃজনশীলতা ও সৃষ্টিশীলতাকে উৎসাহিত করাই এই দিনটির প্রধান উদ্দেশ্য।

ভারতের সমৃদ্ধির লক্ষ্যে মেধা সম্পদকে উৎসাহিত করার জন্য দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে। জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বিগ্ন দেশবাসীর জন্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক। মেধাকে উৎসাহিত ও লালন করার পাশাপাশি ভাবতে হবে যেন মেধার দ্বারা উদ্ভাবিত কোন প্রযুক্তি বা পণ্য মানবজাতির ভবিষ্যৎকে বিপন্ন না করে। সুইজারল্যান্ডের জেনেভাস্থ বিশ্ব মেধা সম্পদ সংস্থার আহবানে প্রতি বছরের মতো এবারও দিবসটি যথাযথভাবে পালন করা যাচ্ছেনা। কারণ সমগ্ৰ পৃথিবী ব্যাপী যে করোনা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। তাই শারীরিক ভাবে সম্ভব না হলেও মানষিক ভাবে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শিল্প মন্ত্রণালয়াধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এবছরের প্রতিপাদ্য হচ্ছে ভবিষ্যতের নিরাপত্তার মূল হিসেবে সবুজ উদ্ভাবন।যা খুবই প্রাসঙ্গিক। আগামী দিনে করোনার থেকেও বড়ো বিপর্যয়ের মুখে আমাদের দাঁড়াতে হবে যদি না আমরা সচেতন হৈ। পৃথিবী কে প্রকৃত উন্নয়ন এর দিকে নিয়ে যেতে উদ্ভাবকদের সচেতন ভাবে ভাবতে হবে যাতে উদ্ভাবন গুলি মানুষের কাজে লাগাতে গিয়ে অন্যান্য জীব, সবুজ ও প্রকৃতি কে ক্ষতিগ্রস্ত না করে। আদিম সভ্যতা থেকে বর্তমান সভ্যতায় আসতে মানুষের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সভ্যতার বিকাশ এবং মানুষের এগিয়ে যাওয়ার পথকে প্রসারিত করেছে। তার সুফল ভোগ করছে সারা বিশ্বের মানুষ। আমাদের দেশ উদ্ভাবনী শক্তি ধর হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রথম সারির দেশগুলোর কাছাকাছি পেটেন্ট অর্জন করছে। উদ্ভাবনী শক্তি ও সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই ভারতবর্ষ আরো সৃজনশীল দেশ হিসেবে বিশ্বের বুকে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে কারণ আমাদের দেশে মেধার প্রাচুর্য রয়েছে।এই উদ্ভাবনী সৃজনশীলতায় যেমন পুরুষের ভূমিকা আছে, তেমনি আছে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা। উভয়ের সম্মিলিত প্রয়াসে বিশ্ব আজ নতুন দিগন্তের সন্ধানে ক্রমাগত এগিয়ে চলেছে। দেশের নারীসমাজ নিত্যনতুন উদ্ভাবন এবং সৃজনশীলতার প্রতিটি ক্ষেত্রে তাদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখেছেন।

Related posts

দধীচি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা অসহায়দের পাশে দাঁড়ালেন

E Zero Point

করোনাভাইরাস: একেবারে ভিন্ন এক রমজানের অপেক্ষায় বিশ্বের ১৮০ কোটি মুসলিম

E Zero Point

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল রেলের সব জোনের প্রস্তুতি সংক্রান্ত অগ্রগতি খতিয়ে দেখলেন

E Zero Point

মতামত দিন