01/10/2023 : 12:57 AM
অন্যান্য

রাণাঘাটে আর্জেন্ট ব্লাড সার্ভিস-এর পক্ষ থেকে পথচলতি মানুষের থার্মাল স্ক্রিনিং করা হয়

মাম্পি ভট্টাচার্য, রাণাঘাট : আর্জেন্ট ব্লাড সার্ভিস- এর পক্ষ থেকে, পায়রাডাঙ্গা মৈত্রী সংঘ ক্লাব প্রাঙ্গণে এবং তৎসংলগ্ন উকিলনৌরা চৌমাথা এলাকায়, পথচলতি সাধারণ মানুষ ও গ্রামবাসীদের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে থার্মাল স্ক্রিনিং করা হয়। একইসাথে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে পায়রাডাঙ্গা পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

ক্রমাগত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং পায়রাডাঙ্গা আর্জেন্ট ব্লাড সার্ভিসের পক্ষ থেকে যে উদ্যগ নেওয়া হয়েছে, সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি এই মহামারীর মধ্যে কোন ব্যক্তির যদি রক্ত প্রয়োজন হলে অন্যত্র ছুটে যেতে না হয়, তার জন্য সার্বিকভাবে পাশে রয়েছে আর্জেন্ট ব্লাড সার্ভিস। স্বেচ্ছাসেবী সংস্থা টি সংস্থার কর্ণধার শুভম দাস জানান, বর্তমান পরিস্থিতিতে কোন মানুষ যাতে রক্তের অভাবে না মারা যায়, তার জন্য তারা সার্বিকভাবে ক্রমাগত প্রয়াস রেখে চলেছেন। অন্যদিকে সংস্থার সদস্য অভিজিৎ রায় জানান সম্পূর্ণ বিনামূল্যে মানুষের হাতে রক্ত সরবরাহ করতে তারা বদ্ধপরিকর। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বিগত কয়েক মাস ধরেই তারা বিভিন্ন কর্মসূচি করে চলেছেন।
সংস্থার এক সদস্যা  জানান বর্তমান সময়ে মরণব্যাধি করোনাভাইরাস মহামারীর আকার ধারণ করেছে। তবে এই ভাইরাস থেকে যতটা মানুষকে সচেতন করা সম্ভব হয়, সেই কর্মসূচি হাতে নিয়ে এদিন তারা পথচলতি মানুষদের হাতে মাস্ক, স্যানিটেশন এবং থার্মাল স্ক্যানিং করেন। আগামী দিনেও এই কর্মসূচি তারা চালাবেন বলেও জানান।

Related posts

করোনা যোদ্ধাদের সাথে আজ বিকেলে ভিডিও কনফারেন্স করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

১৪৪ ধারা থেকে কি আলাদা লকডাউন?

E Zero Point

রাজ্যে নিম্নচাপের জেরে ১৬ মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণি ঝড় ধেয়ে আসতে পারে

E Zero Point

মতামত দিন