06/10/2024 : 3:56 PM
অন্যান্য

আউশগ্রামে ডোকরা শিল্পীদের পাশে বিধায়ক অভেদানন্দ থান্দার

সৌগত গুপ্ত, গুসকরাঃ বাংলা নববর্ষের প্রথমদিনে আউশগ্রাম ১নং ব্লকের দ্বারিয়াপুর গ্রামে ৯০ জন ডোকরা শিল্পী পরিবারের হাতে চাল, আলু, মাস্ক ও সাবান তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার । ডোকরা শিল্পীদের উনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আউশগ্রাম বিধানসভার পর্যবেক্ষক অনুব্রত মন্ডল মহাশয় এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন এবং সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশিকা অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে বলছেন । প্রতিটি শিল্পী পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি । তিনি আউশগ্রাম বিধানসভার প্রতিটি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন । উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সালেক রহমান, ব্লক কার্যকারী সভাপতি প্রশান্ত গোস্বামী, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি  জুলফিকার আলী মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ ।

অন্যদিকে আউশগ্রাম ১নং ব্লকের আউশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যকারী সভাপতি শরীফ শেখ এর উদ্যোগে এবং প্রশান্ত হাজরা, ভোলানাথ মল্লিক এবং সারথি আচার্য্যের সহযোগিতায় ২০০ জন বিপর্যস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিধায়ক অভেদানন্দ থান্দার ।

 

Related posts

লকডাউনের তৃতীয় দফাতেও অন্নদান সেবা চালু থাকবে বর্ধমানের গুরুদুয়ারে

E Zero Point

সব দোকান-বাজার খোলা থাকবে, গুজব ছড়ালে কড়া ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

E Zero Point

কেন্দ্রীয় সম্মান নিতে অস্বীকার আট বছরের খুদের

E Zero Point

মতামত দিন