স্বদেশ মজুমদার, মেমারিঃ করোনার জেরে ২১ দিনের লকডাউনে গোটা দেশ। এমন পরিস্থিতিতে লকডাউন আরও বেড়ে যাওয়ার সম্ভবনা বেশি জোরালো হচ্ছে। দেশের এমন অবস্থায় মেমারি-১ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আটকে পড়া ক্ষেতমজুরদের পাশে এসেড়ালেন মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও মেমারি ১ ব্লক প্রশাসন।
গত কয়েদদিন ধরেই প্রশাসনিক উদ্যোগে ভিন জেলা থেকে এসে যারা কৃষি ক্ষেতে কাজ করছিল তাদেরকে ৩ কিলো করে চাল ও ৩৫০ গ্রাম ডাল বিতরণ করলেন। মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস ও সহ সভাপতি সেখ মোয়াজ্জেমের নেতৃত্বে দুটি পৃথক দল মেমারি-১ ব্লকের দশটি পঞ্চায়েত এলাকায় সারাদিন ধরে ৯৪১ জন ক্ষেতমজুরদের মধ্যো জিআর চাল ও সমিতির নিজস্ব তহবিল থেকে ডাল বিতরণ করেন।