28/05/2023 : 6:34 PM
অন্যান্য

মেমারি হাসপাতালের রুগীর আত্মীয়দের অন্নদান করছেন নিউ তরুণ সংঘ

নূর আহামেদ, মেমারিঃ লকডাউন মানুষের জীবনে একদিকে যেমন করোনার প্রকোপ থেকে বাঁচাতে সাহায্য করছে, ঠিক তেমনই মানুষ ভিতরের মনুষ্যত্বকে নতুন করে মানুষের জন্যই সেবা কাজে ব্রতী করেছে। মেমারি ১০ নং ওয়ার্ডের কদমপুকুর এলাকায়  নিউ তরুণ সংঘ থেকে প্রতিদিন সেই সেবা কাজে ব্রতী হয়েছে। লকডাউনের সময়ে মেমারি হাসপাতাল চত্বরে বিভিন্ন হোটেল বন্ধ আছে, তাই হাসপাতালের রুগীদের আত্মীয় পরিজনরা সমস্যায় পড়ছেন, সেই সমস্যা সমাধানে নিউ তরুণ সংঘের সদস্যরা প্রতিদিন দুবেলা তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে। ক্লাবের পক্ষ থেকে নূর আরিফ নওয়াজ জানান যে এছাড়াও আশেপাশের ওয়ার্ডের বিভিন্ন অসহায় মানুষরাও ক্লাব চত্বরে এসে অন্ন সংগ্রহ করে যান এবং লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই অন্নদান করে যাবেন তারা। ক্লাবের আর এক সদস্য অরুণ কুমার মন্ডল জানান যে শুধু দরিদ্রদের অন্নভোজনই নয় সাথে সাথে শহরের পথে ঘুরে বেড়ানো পশুদেরও তারা নিয়মিত অন্নসংস্থান করে যাচ্ছেন।

 

Related posts

পবিত্র রমজান মাসে নামাজ এবং ইফতারের আয়োজন সামাজিক দূরত্ব বজায় রেখে করুনঃ কেন্দ্রীয় মন্ত্রী, মুক্তার আব্বাস নাকভি

E Zero Point

বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকের করোনা আক্রান্ত নিয়ে ভুয়ো পোস্ট করায় গ্রেফতার মহিলা

E Zero Point

আজ থেকে বর্ধমান শহরে শর্তসাপেক্ষে খুলবে ব্যবসায়িক প্রতিষ্ঠান

E Zero Point

মতামত দিন