নূর আহামেদ, মেমারিঃ লকডাউন মানুষের জীবনে একদিকে যেমন করোনার প্রকোপ থেকে বাঁচাতে সাহায্য করছে, ঠিক তেমনই মানুষ ভিতরের মনুষ্যত্বকে নতুন করে মানুষের জন্যই সেবা কাজে ব্রতী করেছে। মেমারি ১০ নং ওয়ার্ডের কদমপুকুর এলাকায় নিউ তরুণ সংঘ থেকে প্রতিদিন সেই সেবা কাজে ব্রতী হয়েছে। লকডাউনের সময়ে মেমারি হাসপাতাল চত্বরে বিভিন্ন হোটেল বন্ধ আছে, তাই হাসপাতালের রুগীদের আত্মীয় পরিজনরা সমস্যায় পড়ছেন, সেই সমস্যা সমাধানে নিউ তরুণ সংঘের সদস্যরা প্রতিদিন দুবেলা তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে। ক্লাবের পক্ষ থেকে নূর আরিফ নওয়াজ জানান যে এছাড়াও আশেপাশের ওয়ার্ডের বিভিন্ন অসহায় মানুষরাও ক্লাব চত্বরে এসে অন্ন সংগ্রহ করে যান এবং লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই অন্নদান করে যাবেন তারা। ক্লাবের আর এক সদস্য অরুণ কুমার মন্ডল জানান যে শুধু দরিদ্রদের অন্নভোজনই নয় সাথে সাথে শহরের পথে ঘুরে বেড়ানো পশুদেরও তারা নিয়মিত অন্নসংস্থান করে যাচ্ছেন।