01/12/2023 : 9:24 AM
অন্যান্য

দধীচি স্বেচ্ছাসেবী সংস্থার পাশে ফেডারেল ব্যাঙ্ক

বিশেষ প্রতিনিধিঃ ব্যাঙ্ক মানেই যে শুধু অর্থের কারবারি তা নয়, সামাজিক দায়বদ্ধতাতেও যে এগিয়ে তা দেখিয়ে দিলেন ফেডারেল ব্যাঙ্ক,মেমারি শাখা। আজ দধীচি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দেশের এই গভীর সংকটের সময় ফেডারেল ব্যাঙ্ক (মেমারি শাখা ) বেশ কিছু পরিবারের হাতে জীবন ধারনের প্রয়োজনীয় উপকরণ তুলে দিলেন। ফেডারেল ব্যাঙ্ক (মেমারি শাখা )ম্যানেজার নির্ণয় মুখার্জী জানান যে জানালেন ভবিষ্যতেও তাঁরা এইরকম কর্মকাণ্ডের অংশীদার হতে ইচ্ছুক। দধীচি-র এই মানবিক ও সামাজিক দায়বদ্ধতা কে কুর্নিশ জানাই। দধীচির পক্ষ থেকে ফেডারেল ব্যাঙ্ক-এর প্রতি তাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related posts

মেমারি পঞ্চায়েত সমিতির বৃক্ষরোপন

E Zero Point

করোনা পরিস্থিতিতে ফেসবুক ডিজিটাল ক্লাস নিচ্ছে এস. এফ. আই.

E Zero Point

পিএম কেয়ারস-এর ২,০০০ কোটি টাকা দিয়ে ৫০,০০০ ভেন্টিলেটর কিনবে সরকার

E Zero Point

মতামত দিন