29/09/2023 : 11:41 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

যুব সংগঠনের উদ্যোগে হলদিবাড়ি বাজার চত্বর স্যানিটাইজ

জিরো পয়েন্ট নিউজ –অপু দেবনাথ, হলদিবাড়ি, ৩ জুন ২০২১:


‘ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও এবং যুব সংগঠন ডিওয়াইওর ঊদ্যোগে হলদিবাড়ি বাজার চত্বর স্যানিটাইজ করা হল আজ। সকাল ১১ টায় এসইউসিআই দলীয় কার্যালয় থেকে ১২ জনের স্যানিটাইজেশন টিম স্যানিটাইজ করা শুরু করে। শহরের বিভিন্ন রাস্তা সহ দোকানের সামনে জীবাণুনাশক স্প্রে করা হয়। উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন ডিএসওর কোচবিহার জেলা সম্পাদক জহিদুল হক ,ডিএসওর হলদিবাড়ি সম্পাদক কপিল বর্মন,ডিওয়াইওর নেতা সাদ্দাম হক,তপন বর্মন ।

এছাড়াও রবি রায়,অভিজিৎ রায়,বাপি বর্মন,নীলু হক উপস্থিত ছিলেন। জহিদুল হক জানান,করোনা পরিস্থিতিতে বাজার এলাকায় স্যানিটাইজ করা হল যাতে এলাকাটা জীবাণুমুক্ত থাকে। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল জলিল সরকার। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ডিএসও এবং ডিওয়াইওর বাজার স্যানিটাইজ করার জন্য সাধুবাদ জানই। মানুষের পাশে ওরা এভাবেই থাকুক।

Related posts

দাদার পথই অনুসরণ করবেঃ মেমারিতে দাদার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস

E Zero Point

শুভেন্দু অধিকারী না মুকুল রায় কে হবেন বিরোধী দলনেতা?

E Zero Point

মেমারিতে কালীপুজোর উদ্বোধনে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়

E Zero Point

মতামত দিন