26/04/2024 : 1:55 PM
আউসগ্রামআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা: আউসগ্রামের দারিয়াপুর গ্রাম ডোরা গ্রাম নামে পরিচিত। সেই গ্রামে প্রায় ৯৫ পরিবারের ৩৪০ জন মানুষকে ডিম ভাত সবজি খাওয়ালেন এস জি জি টি এনজিও সংস্থা। সংস্থার কর্ণধার শর্মিষ্ঠা সিংহ রায় জানান তাদের এই সংস্থাটি সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে। দারিয়াপুর গ্রাম ডোকরা শিল্পীদের গ্রাম। এই লক ডাউনে এমনিতেই শিল্পীদের কাজ কর্ম তেমন কিছুই নেই । আবার যে কবে সবকিছু ঠিকঠাক স্বাভাবিক হবে সেটাও অনিশ্চিত। তাই তারা প্রথম থেকেই এই ডোকরাশিল্পীদের পাশে ছিলেন । এই নিয়ে তারা পাঁচবার লকডাউন শুরুর পর থেকে তাদেরকে খাদ্য বিতরণ করেছেন।

তিনি বলেন এখানকার ডোকরা শিল্পের কারনে এতদঞ্চলে শুধু নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই দারিয়াপুরের নাম। কিন্তু এই লকডাউনে এই সকল অসহায় মানুষগুলো কেমন আছে সে খবর রাখার প্রয়োজন আছে । সেটা মাথায় রেখে তারা এই অঞ্চলে কাজকর্ম করে চলেছে এবং ভবিষ্যতেও করবেন এতে শিল্পী ও শিল্প দুটোই বাঁচবে বলে তিনি জানান।

Related posts

মঙ্গলকোট ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাইক মিছিল

E Zero Point

এবার জেলার পুজো উদ্বোধনেও মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়

E Zero Point

বিভিন্ন কেসের ধারায় মেমারি থানা ৪ আসামীকে বর্ধমান আদালতে পাঠালো

E Zero Point

মতামত দিন