25/04/2024 : 1:12 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

জলপাইগুড়ি ডিওয়াইএফআই-এর প্রতিবাদ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি, জলপাইগুড়িঃ অভিনব পদ্ধতিতে ডিজেল ও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদ করলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। জলপাইগুড়ি ডিওয়াইএফআই সদর পশ্চিম লোকাল কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। নেতৃত্ব দেন কমিটির সম্পাদক কম: সুরজ দাস, সভাপতি আবু ফিরোজ আলম, শুভম ঠাকুর, রাখাল মন্ডল, অনির্বান বোস প্রমুখ।

সংঠনের পক্ষ থেকে বামপন্থী নেতা জানান যে, কেন্দ্রীয় সরকার পূজিপতিদের লাভবান করার জন্য কাজ করে চলেছে, সাধারণ মানুষের কথা তারা ভাবছেন না। গোটা বিশ্বে যেখানে পেট্রোল ডিজেলের দাম কমছে সেখানে আমাদের দেশে বেড়েছে।

 

Related posts

তীব্র তাপপ্রবাহের মধ্যেই সন্ধ্যাকালীন রক্তার্পণ উৎসব

E Zero Point

একাধিক শহর নেতৃত্ব অনুপস্থিত বিজয়া সম্মিলনীতেঃ তির্যক মন্তব্য শহর তৃণমূল কংগ্রেস সভাপতির

E Zero Point

আগামী দিন হয়তো অন্য কোন মেয়ের ক্ষতি করতোঃ মিমি চক্রবর্তী

E Zero Point

মতামত দিন