29/03/2024 : 3:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারিরসুলপুর

রসুলপুরের মালঞ্চ পার্কের বেতন না পাওয়া কর্মচারীদের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

নূর আহামেদঃ মেমারি থেকে কিছুটা দূরে মেমারি তথা আসেপাশের মানুষের একমাত্র বিনোদনমূলক পার্ক রসুলপুরের মালঞ্চ নেচার পার্ক। লকডাউন বিধির কারণে আজ বন্ধ দীর্ঘদিন ধরে। আর তার সাথে বন্ধ মালঞ্চ পার্কের কর্মচারীদের বেতন। মেমারি-১ পঞ্চায়েত সমিতির মালিকানায় তৈরী হওয়া এই পার্ক, যা এখন লিজে চলে। লিজ মালিক চার মাস  ধরে ৩৮ জন শ্রমিকদের মজুরি দিচ্ছে না। ফলে তাদের পরিবারের সদস্যরা অনাহারে দিন কাটাচ্ছে। মেমারি-১ ব্লক থেকেও শ্রমিকদের মজুরির অধিকারের প্রতি কোন সহানুভূতি দেখানি। ফলে মালঞ্চের শ্রমিকরা লড়াই এর প্রস্তুতি নিচ্ছে। আজ সেই শ্রমিকদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও সিআইটিইউ।

পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ ও মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে  ৩০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কর্তব্য বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সচেতনতা কর্মসূচি করা হল। মালঞ্চ পার্কে বিজ্ঞান মঞ্চের এই খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত বিশ্বাস, তাপস পাল, অনির্বান রানা, অভিজিৎ দেয়াসি ও অসিত বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

Related posts

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ১০ লক্ষ টাকা ঋণ ঘোষণা রাজ্যের

E Zero Point

পূর্বস্থলী স্টেশনে চলছে জোড় কদমে প্রস্তুতি

E Zero Point

মঙ্গল থেকে জিম, যাত্রা, শুটিং-এ ছাড়ঃ এবার নিশ্চয় পাঠশালার পালা…..

E Zero Point

মতামত দিন