27/09/2023 : 10:17 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

আদিবাসী সম্প্রদায় কে সঙ্গে নিয়ে চলো গ্রামে যাই কর্মসূচি মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৬ নভেম্বর ২০২২:


মেমারি দুই নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীধরপুর পার্ক সন্নিকট খেলার মাঠে এই কর্মসূচি পালন করা হলো।
রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এস টি সেল এর সভাপতি বাপি মান্ডি ব্যবস্থাপন চলো গ্রামে যায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভায় আদিবাসী সমাজের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তারা রেখেছেন নেতৃত্ব স্থানীয়র কাছে।
যেমন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের জন্য শ্মশান, সিধু কানু মূর্তি স্থাপন, পুজোর স্থান অর্থাৎ জাহের স্থান এই দাবিগুলি রেখেছেন আজকের এই আলোচনা সভা থেকে।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক এস ,টি , সেলের সভাপতি বাপি মান্ডি, মেমারি দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, বাপি সরেন সহ আরো অনেক।


Related posts

দুর্ঘটনায় মৃত পরিবারের হাতে চেক তুলে দিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী

E Zero Point

হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন গ্ৰাহকদের হাতে ফিরিয়ে দিলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ

E Zero Point

রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি সাফাই কর্মীদের

E Zero Point

মতামত দিন