26/04/2024 : 11:17 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

সংবিধান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৬ নভেম্বর ২০২২:


মন্তেশ্বর ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশন উদ্যোগ ,মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত পারুলিয়া দুর্গা মন্দির নির্মাণ কমিটির ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করলেন।
সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ এন্ড ব্লাড ব্যাংকের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দিলেন।

প্রত্যেক রক্তদাতা কে সম্মান স্বরূপ একটি করে ফলের চারা গাছ ও মানপত্র তুলে দেয়া হয়।
এই ক্যাম্পে উপস্থিত ছিলেন মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস, মাঝের গ্রামে প্রধান অর্থাৎ দূর্গা মন্দির নির্মাণ কমিটি সদস্য বিপুল রায়, উপপ্রধান সুমন্ত রায়, মন্তেশ্বর ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশন সম্পাদক রাজিব মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


Related posts

নির্বাচনী জনসভায় এই প্রথম মেমারি বিধানসভায় অনুব্রত মণ্ডল

E Zero Point

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৪৫ জন, সুস্থ ৩৯ জন দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

E Zero Point

পাল্লারোডে পল্লিমঙ্গল সমিতির বৃক্ষরোপণ সপ্তাহ

E Zero Point

মতামত দিন