সুমন চক্রবর্ত্তী, হুগলীঃ ১০০দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি। খবর ছড়িয়ে পরতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মাটি থেকে প্রায় ১০ ফুট নীচে ওই মুর্তিটি উদ্ধার হয়। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ওই মূর্তিটি থানায় নিয়ে যায়। কয়েকশো বছরের পুরোনো ওই মূর্তি বলে অনুমান পুলিশের। পুরাতত্ত্ব বিভাগকে এবিষয়ে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান রমেন হালদার বলেন পাউনান গ্রামের শেখপাড়া নাজিবুর রহমানের পুকুর খননের সময় এই বুদ্ধমূর্তি পাওয়া যায় । পরে গ্রাম পঞ্চায়েতে সেটি কে নিয়ে যাওয়া হয়। পরবর্তী কালে পোলবা থানায় খবর দেওয়া হলে পুলিশ মূর্তিটিকে থানায় নিয়ে যায়।
পূর্ববর্তী পোস্ট