25/04/2024 : 4:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

১২ দফা দাবি নিয়ে পান্ডুয়া বিডিও অফিসে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন

সুমন চক্রবর্ত্তী, পান্ডুয়াঃ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ ১২ দফা দাবি নিয়ে পান্ডুয়া বিডিও অফিসে একটি ডেপুটেশন দেওয়া হলো ।
এই ডেপুটেশন কর্মসূচিতে জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেসের উভয় কর্মীরা উপস্থিত ছিলো। পান্ডুয়া ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক স্বাতী চক্রবর্তীর নিকট প্রদেয় ডেপুটেশনে ১২ দফার দাবীগুলির মধ্যে অন্যতম ছিল, বর্তমান পরিস্থিতির ওপরে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছে, তাদের ঠিক মতো স্বাস্থ্য পরীক্ষা করা সহ অন্যান্য কোন পরিষেবা দিচ্ছেনা রাজ্য সরকার। অবিলম্বে তাদের সকল পরিষেবা দিতে হবে এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার আছেন তাদেরকেও এতো দিন হয়ে গেলেও ঠিকমতো ক্ষতিগ্রস্ত অর্থ পাচ্ছে না বলেও অভিযোগ করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।
এই ডেপুটেশনের মধ্যে আরও উল্লেখ করে বলা হয় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত পরিযায়ী শ্রমিক নিজ এলাকায় ফিরেছে ,তারা ঠিক মতো ১০০ দিনের কাজে অংশগ্রহণ করতে পারছেনা। দেখা যাচ্ছে পান্ডুয়া বিভিন্ন এলাকায় এমন শ্রমিক আছে যারা ১০০ দিনের কাজ এখনো পায়নি। বিভিন্ন রেশন ব্যবস্থায় নানান দুর্নীতির কথাও আজকের এই ডেপুটেশনে বলা হয় ।

Related posts

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

পূর্বস্থলী বিডিও অফিসে সিপিআইএমের জমায়েত ও স্মারকলিপি

E Zero Point

মানবিক সিভিক ভলেন্টিয়ার কে পুরস্কৃত করল কলকাতা পুলিশ

E Zero Point

মতামত দিন