29/11/2023 : 4:22 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানের ২৭ নং ওয়ার্ডে বৃষ্টির জেরে মাটির বাড়ি ধসে পড়ে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ লাগাতার যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির জেরে মাটির দেওয়াল ধসে দাস পরিবারের বাড়ি ভেঙ্গে বাড়ির ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শ‍্যামলাল ২৭ নম্বর ওয়ার্ড ধোবা পারা এলাকায় ।এবং বাড়িতে থাকা সদস‍্যরা সেই সময় বাড়িতে ছিলেন না বলেই প্রানে বেঁচে গিয়েছিলেন বলে জানাচ্ছেন পরিবারের সদস‍্যরা। ঘটনার পরেই স্থানীয় মানুষজন তারা আসেন এবং বাড়িতে থাকা জিনিসপত্র উদ্ধার করেছেন পরিবারের সদস‍্যরা এবং সেই সমস্ত জিনিসপত্র স্থানীয় একটি ক্লাবে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে ।

Related posts

ভ্রাম্যমান পাঠশালার যাত্রা শুরু মেমারিতে

E Zero Point

বিজেপির পাল্টা মিছিল তৃণমূলেরঃ স্তব্ধ মেমারি শহর

E Zero Point

দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধঃ কলাকুশলিরা একটি মৌন মিছিলে দুর্গাপুরে

E Zero Point

মতামত দিন