30/01/2023 : 8:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৩ জানুয়ারি ২০২১:


মঙ্গলকোটের পালিগ্রামে অনুব্রত মণ্ডল এর নির্দেশে আজ একটি বাইক মিছিল অনুষ্ঠিত হলো। প্রায় ৭০০ টি বাইক এই মিছিলে অংশগ্রহণ করে।
উনিয়া দলীয় কার্যালয় থেকে এই বাইক রেলী শুরু হয়, পালিগ্রাম অঞ্চলের প্রায় ২১ টি গ্রাম ঘুরে পুনরায়, উনিয়া দলীয় কার্যালয়ে এই বাইক মিছিল শেষ হয়।

পালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন শেখ জানান, আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডলের নির্দেশে ও অপূর্ব চৌধুরীর কথামত আমরা আজকে একটি বাইক মিছিল করলাম, অঞ্চলের কর্মীদেরকে উৎসাহ করার জন্য।

Related posts

তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিতে যাওয়া বাইক আরোহীর মৃত্যু

E Zero Point

নাড়া পড়ানো বন্ধ করার জন্য মেমারিতে বিজ্ঞান মঞ্চের প্রচার

E Zero Point

নারী দিবসে মেমারির নারীঃ পর্ব-২

E Zero Point

মতামত দিন