28/03/2024 : 6:39 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রকৃতির ভয়াল রোষ থেকে বারে বারে বাঁচাচ্ছে “আকাশ”

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, জামালপুর,  ৪ জুন ২০২১:


আমফানের পর ঘূর্ণিঝড় ইয়াস ধ্বংস করেছে উপকূলবর্তী অজস্র ঘরবাড়ি। সবকিছু ছেড়ে অসহায় মানুষ আশ্রয় খুঁজেছে স্কুল,কলেজ, বিভিন্ন সরকারি দপ্তর বা ক্লাবের প্রাঙ্গণে। উপকূলবর্তী স্থান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঝড়ের প্রভাবে। বিভিন্ন নদীর জল ঢুকে গেছে বাড়ির মধ্যে, আবার কোথাও বৃষ্টিতেই জল থই থই। হাঁটু জলে দিন কাটছে অনেক মানুষের।

পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত ইলসরা গ্রামের এমনই প্রায় ১৪০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন গ্রামেরই সুরেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ে। আর তাদেরই সাহায্য এগিতে এল ‘আকাশ’ ; প্রশাসনের সাথে সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আকাশ” পৌঁছে যায় দূর্গতদের কাছে।

তাদের সাথে বাচ্ছাদের জন্য ছিল কমপ্ল্যান ও বিস্কুট, বড়দের জন্য চিঁড়ে ভাজা, চাল ভাজা; ছিল সেদিনের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থাও।

“আকাশ” এর তরফে অয়ন চক্রবর্তী জানান “ঝড়ের আগের দিন থেকেই আমরা প্রস্তুত ছিলাম, ক্যুইক রেসপন্স টিম গঠন করা হয়েছিল, ঝড় পরবর্তীতে প্রশাসনের সাথে একযোগে মানুষের জন্য সাহায্যের চেষ্টা করেছি ” তাদের কাজে বাহবা দিয়েছেন জামালপুর এলাকার বহু গুণী মানুষই।

Related posts

পূর্বস্থলীতে কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরুদ্ধে মিছিল ও স্মারকলিপি

E Zero Point

শালবনীর মৃৎশিল্পীরা চরম বিপাকে

E Zero Point

রায়না-১ পঞ্চায়েত সমিতির দপ্তর থেকে পূর্ত কর্মাধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন