25/04/2024 : 5:24 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্কুলের দায়িত্ব দেওয়ার অপেক্ষায় রঞ্জন বাবু

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৫ সেপ্টেম্বর ২০২০:


নিজের হাতে গড়া জনকল্যাণ শিশু বিকাশ কেন্দ্র অর্থাভাবে বন্ধ হয়ে গেলেও  ছেড়ে যেতে পারেননি রঞ্জন বাবু।    স্ত্রী সন্তান-সন্ততি,  নিজের বাড়ি সবকিছু ছেড়েছুড়ে দিয়ে পড়ে   আছেন বন্ধ হয়ে যাওয়া সেই স্কুলেই।     তার অন্তিম ইচ্ছা এই স্কুলটির চালানোর জন্য কেউ যদি এগিয়ে আসেন,  তার হাতে এই স্কুলের দায়ভার তুলে বিদায় নেবেন।  অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জন কুমার দাস ১৮৮৫  সালে কালনা-১  ব্লকের লিচুতলায় সারে চার কাঠা জায়গার উপরে গড়ে তোলেন এই স্কুলটি।   অনাথ শিশুরা এখানে থেকে পড়াশোনা করতো।  এখানে থেকে পড়াশোনা করা বহু ছাত্র প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু রঞ্জন বাবু স্কুল থেকে অবসর নেওয়ার পর অর্থাভাব শুরু হয়। স্বপ্নের স্কুলটির  ব্যয়ভার চালাতে না পেরে বন্ধ করে দিতে বাধ্য হন।   সেই বন্ধ স্কুলে স্মৃতি আগলে জীবন যাপন করছেন ৯০  ছুঁইছুঁই   রঞ্জন বাবু। জীবনের অন্তিম সময়ের ইচ্ছা স্কুলটি সরকারি বা বেসরকারি কোন সংস্থা নিয়ে চালাক।  চালালে তাদের হাতে এই স্কুলের সমস্ত দায়ভার তুলে দিয়ে নিজের বাড়িতে চলে যাবে।   শিক্ষক দিবসে সেই ইচ্ছায় ব্যক্ত করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জন কুমার দাস।

Related posts

মেমারিতে কৃষক-স্বার্থে বিজেপির ডেপুটেশনঃ দেখা করলেন না কৃষি আধিকারিক

E Zero Point

উত্তরবঙ্গে পাট চাষীদের মধ্যে নতুন উদ্যম

E Zero Point

বিভিন্ন দাবী নিয়ে বামেদের প্রতিবাদ সভা মেমারিতে

E Zero Point

মতামত দিন