16/01/2021 : 4:49 PM
বিনোদন

সংগীতের নতুন O T T প্ল্যাটফর্ম”মাই সার্কেল ডট কম”

জিরো পয়েন্ট নিউজ – রাজকুমার দাস, কলকাতা, ২৯ সেপ্টেম্বর, ২০২০:


MYCIRCLE dot comএকটি নিজস্ব সঙ্গীতের OTT প্লাটফর্ম। সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রেমীদের জন্য সুখবর। এই প্লাটফর্মের মাধ্যমে প্রখ্যাত, জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি উদীয়মান কন্ঠ শিল্পীদেরও গান, ভিডিও এবং সিনেমার গানের পরিবেশন থাকবে, যা বাংলা গানের ধারার একটা নতুন পথ শুরু হবে বলে সমগ্ৰ শিল্পীমহল আশাবাদী।

উল্লেখ্য এই উদ্যোগের সঙ্গে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী রুপঙ্কর বাগচী, তৎসহ জয়তী চক্রবর্তী এবং এক ঝাঁক শিল্পী। শিল্পীদের গান এবং ভিডিও এবার থেকে বিক্ষিপ্ত ভাবে না দেখে এই প্লাটফর্মের মাধ্যমেই দেখা যাবে বলে MyCircle OTT প্লাটফর্মের ।

সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা প্রেসক্লাবে মন্ত্রী সুজিত বসু।সাথে ছিলেন শিল্পী রূপঙ্কর সহ অন্যান্য রা।সকলেই বেশ আশাবাদী এই প্লাটফর্মে মানুষ তাঁদের পছন্দের অনুষ্ঠান গুলি দেখবেন।উদ্যোগতা দের পক্ষে মৃণালকান্তি বাবু জানান নবীন শিল্পীদের এই প্লাটফর্ম অনেকটাই এগিয়ে নিয়ে যেতে কাজে দেবে।সুজিত বসু ও এই কাজে শুভেচ্ছা জানান।

Related posts

আজ রাত ৮ টায় বাংলা ব্যান্ড “লালন ষ্ট্রিং”-এর লালন ফকিরের প্রতি সুরাঞ্জলি

E Zero Point

পাওলি দাম এবার হিন্দি সিনেমায়

E Zero Point

সোমু মিত্র ক্রিয়েশনসের নতুন মিউজিক ভিডিও‘সুন্দরী কমলা’

E Zero Point

মতামত দিন