17/09/2023 : 9:59 PM
টলি-বলি-কলি-হলিবিনোদন

নারীর প্রতি বৈষম্য বিশ্বজুড়েঃ এবার সেই নিয়ে মিউজিক ভিডিও

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩:


যুগ যতই বদলাব না কেন পৃথিবীর সব জায়গায় নারীর প্রতি বৈষম্য বেশ জায়গা জুড়ে এখনো অব্দি টিকে রয়েছে। শুধু বৈষম্যই নয় রয়েছে ভয় লাঞ্ছনা নির্যাতনের মতো অন্ধকারাচ্ছন্ন ভয়াল দিক। কিন্তু তাই বলে কি নারীরা নিজেদের মতন ভ্রমণ করতে পারবে না? অবশ্যই পারবে।

এই রকমই ভাবনা নিয়ে তৈরি হয়েছে জয়দেব মণ্ডল নিবেদিত কাজল নস্কর পরিচালিত ” জি.. লে.. জারা..” মিউজিক ভিডিও। এই অ্যালবামে আছে পাঁচ মহিলা বন্ধুদের ম্যাঙ্গালোরে ঘুরতে গিয়ে জীবন উপভোগ করার উচ্ছ্বাস.. অভিনয়ে রয়েছে শ্রীজানা তিখাত্রী দর্জি, ফাল্গুনী মিশ্র অ্যালিস রোশনি মিশ্র, রাজর্ণ বিশ্বাস, মধুরিমা বিশ্বাস, অঙ্কিতা রায় এলিস হিয়া রায় এবং হানি পাহওয়া।


অন্যদিকে গান গেয়েছেন সৃষ্টি ভাণ্ডারী। এছাড়াও এই অ্যালবামে র‌্যাপার হানি পাহওয়ারের র‌্যাপ আরো আকর্ষণীয় করে তুলেছে… সম্প্রতি ১৮ই ফেব্রুয়ারী জ্যোতি প্রোডাকশনের ব্যানারে T series এ মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও জি.. লে.. জারা..” ।

Related posts

পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এর ১০৯ তম জন্মবার্ষিকী উদযাপন

E Zero Point

সম্প্রীতির শর্ট ফিল্ম “চিন্তাধারা”

E Zero Point

বিশেষ চাহিদা সম্পন্নদের র‍্যাম্প শো

E Zero Point

মতামত দিন