01/10/2023 : 12:13 AM
আমার বাংলাকৃষ্টিদক্ষিণ বঙ্গদুর্গাপুরপশ্চিম বর্ধমানবিনোদন

দুর্গাপুরে সাংস্কৃতিক মিলন উৎসব

জিরো পয়েন্ট নিউজ, অন্তরা সিংহরায়, পশ্চিম বর্ধমান,  ২৯ নভেম্বর ২০২১:


নৃত্য সর্বজনীন প্রকাশের একটি পদ্ধতি । শিশুদের শারীরিক, মানসিক বা সামাজিক বিকাশের দিক থেকে নৃত্যের ভূমিকা অপরিসীম । সম্প্রতী নৃত্য শিল্পী শর্মিলা পোদ্দারের নেতৃত্বে দুর্গাপুরের সি জোনে চিলড্রেন একাডেমি অফ ক্যালচারের সভাগৃহে কলানন্দম ড্যান্স আকাডেমির মিলন উৎসব অনুষ্ঠিত হলো ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কাউন্সিলার ধৃতি ব্যানার্জ্জী ,পন্ডিত সৌম্যজিৎ চক্রবর্তী, বাচিক শিল্পী দেবদাস সেন ,কবি অন্তরা সিংহরায় , সাংবাদিক স্বরূপম চক্রবর্তী ,অভিজিৎ দাস প্রমুখ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা । শিশু শিল্পী ,সংগীত শিল্পী ,বাচিক শিল্পী ,কবি ,সাহিত্যিকদের মিলিয়ে প্রায় শতাধিক মানুষ উপস্হিত ছিল সভাগৃহে । নৃত্য শিল্পী শর্মিলা পোদ্দার সংস্কৃতির প্রসার ও অগ্রগতিতে নানা উদ্যোগ গ্রহণ করছেন দুর্গাপুরের বুকে। কলানন্দম ড্যান্স একাডেমির মিলন উৎসবে তার সাক্ষ্য বহন করলো ।


Related posts

শ্যামবাটি রাধাকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলের দুয়ারে সরকারের ক্যাম্প

E Zero Point

হিন্দু মুসলিম যৌথ উদ্যোগে মা সদানন্দ কালীর পুজো হয় কালনায়

E Zero Point

বর্ধমানে আমফান পরবর্তী পরিস্থিতিতে পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক

E Zero Point

মতামত দিন