02/05/2024 : 4:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ৮ জানুয়ারি ২০২৪ :


পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে প্রতিযোগিতার আসর পূর্ব বর্ধমান জেলার মেমারিতে।  ৭ জানুয়ারি মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এ এই অনুষ্ঠানে আয়োজিত এই প্রতিযোগিতার আসরে বসে আঁকো, কবিতা আবৃতি, গল্প লেখা, বিতর্ক ইত্যাদি বিষয়ে বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল।

সংস্থার পক্ষ থেকে সন্দীপ রায় জানান বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ১৭০ জন প্রতিযোগী, আবৃত্তি প্রতিযোগিতায় ৯৫ জন প্রতিযোগী এবং গল্প লেখা প্রতিযোগিতায় ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের অভিভাবক বৃন্দদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যুব সম্প্রদায় বিশেষত মেয়েরা প্রতিযোগিতার কান্ডারী হিসেবে প্রত্যেকটি বিভাগে সফলভাবে শীর্ষস্থান দখল করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি প্রভাত মজুমদার, কবি চিকিৎসক অভয় সামন্ত, বাচিক শিল্পী সঙ্গীতা চৌধুরী, বাচিক শিল্পী পূর্ণিমা মজুমদার, কবি আঞ্জুমানোয়ারা আনসারী, সাহিত্যিক অমিয় মুখোপাধ্যায়, সমাজসেবী আশীষ ঘোষ দস্তিদার, বাচিক শিল্পী সুশান্ত মন্ডল সহ প্রমুখ ব্যক্তিবর্গেরা।

 

Related posts

তারাপীঠ থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, জখম স্বামী

E Zero Point

গুসকরায় শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে দিদিকে স্বাগত জানালেন কর্মীরা

E Zero Point

সরকারি বার্তা প্রচারে পান্ডুয়ায় জায়েন্ট স্ক্রিনের উদ্বোধন

E Zero Point

মতামত দিন