19/04/2024 : 5:24 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


আলোর বেনু

✒ বদ্রীনাথ পাল
“আলোর বেনু” বাজলো রে আজ শারদ প্রাতে-
মা আসছেন বরাভয়ের আশীষ হাতে।
খুশির জোয়ার উথলে ওঠে মনে প্রাণে-
মাতলো ভুবন আগমনীর মধুর গানে।
আকাশ গাঙে মেঘের ভেলা চললো ভেসে-
শিশিরকণা ঘাসের আগায় উঠলো হেসে !
দূর আকাশে বকের সারি মেললো ডানা-
শিউলিরা সব উঠোন ‘পরে দিচ্ছে হানা।
জুড়লো মাতন শাপলা, শালুক, শতদলে-
ট ইটম্বুর ভ‍রা দিঘির কালো জলে।
ঢেউ নাচছে হিরের মুকুট মাথায় পরে-
কূল ছুঁয়ে সব ভাঙা গড়ার খেলা করে।
হিমেল হাওয়া দিচ্ছে দোলা ধানের ক্ষেতে-
সবুজ ডগা তাদের যেন উঠছে মেতে।
মা আসছেন, বিশ্ব ভুবন তাইতো সাজে-
ঢ্যাম্ কুড়া কুড়্, তাকুড়্ নাকুড়্ বাজনা বাজে।♥

Related posts

কবিতার ক্যালেন্ডারপ্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

E Zero Point

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

ফুটপাতের পানের দোকানে জন্ম নিলো একডজন উপন্যাস

E Zero Point

মতামত দিন