26/04/2024 : 12:42 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


  বাজলো তোমার আলোর বেণু

✒সুনন্দ মন্ডল
বাজলো তোমার আলোর বেণু
শরৎ জুড়ে ফুলের রেণু!
বাজলো যখন ঢাকে কাঠি
প্রাণ চুয়ানো খুশি আঁটি।
দুগ্গা মায়ের চরণ ছুঁয়ে
মাতবে সবাই দেশ-বিভুঁয়ে।
উৎসবে-উপহারে মজবে মন
ঘুচবে কদিন বিষণ্ন ক্ষণ।
ক্লান্তি ভুলে শান্ত মেজাজে
বইবে বাতাস নতুন আমেজে।
রুক্ষ মাটি ভিজবে কাশে
হৃদয় ছোঁয়া শিউলি সুবাসে।
বাঙালির ঘরে আলোর খই
অঞ্জলি ভরে মাতোয়ারা হয়।♥

Related posts

আপনি কি জানেন পূর্ব বর্ধমানে কোথায় হচ্ছে কুমুদ সাহিত্য মেলা?

E Zero Point

দৈনিক কবিতাঃ আমি আসবো…….

E Zero Point

ফুটপাতের পানের দোকানে জন্ম নিলো একডজন উপন্যাস

E Zero Point

মতামত দিন