25/04/2024 : 2:37 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


  মায়ের আগমন

✒শিবব্রত গুহ

মায়ের আগমন হবে,
মর্ত্যে আর কিছুদিন পরেই,
মা দুর্গা আসছেন,
মাঠ জুড়ে শুধু কাশফুলের মেলা।
আকাশে – বাতাসে,
যাচ্ছে শোনা মায়ের পদধ্বনি,
তবে, এখন মানুষ বড় ভীত,
এক ভাইরাসের ভয়ে।
করোনা ভাইরাস, সব আনন্দ,
শুষে নিয়েছে জীবন থেকে মানুষের,
তাদের জীবন ও জীবিকা,
চরম সংকটে আজ।
মানুষ এখন বাঁচবে কিভাবে?
সেই চিন্তায় তারা চিন্তিত।
মাগো, তুমি বাঁচাও,
বাঁচাও, বাঁচাও, মানবজাতিকে আজ,
করোনাসুরের হাত থেকে,
করোনাসুরের হাত থেকে,
করোনাসুরেরই হাত থেকে। ♥

Related posts

ছোটগল্পঃ একাকী

E Zero Point

কবিতাঃ মালাবদল

E Zero Point

দৈনিক কবিতাঃ শঙ্খ ঘোষ – কমলেশ মন্ডল

E Zero Point

মতামত দিন