জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ১২ জুন ২০২৪ :
যুগ সাগ্নিক পূর্ব বর্ধমান জেলা শাখার কবিতা উৎসব “চলো কবিতার কাছে যাই” অনুষ্ঠিত হল রবিবার ৯ জুন, ২০২৪ শহর বর্ধমানের “বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল” এর অডিটোরিয়াম রাজেন্দ্র ভবন হলে। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে গুণীজন বিশিষ্ট বাচিক শিল্পী ললিত কোনার, কবি অরবিন্দ সরকার, কাশীনাথ গাঙ্গুলী ( বর্ধমান সাহিত্য পরিষদ, সম্পাদক), অরুণাভ চক্রবর্তী (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মিউনিসিপ্যাল হাই স্কুল), নাট্যকার দীপেন্দ্র নাথ শীল,কবি লক্ষণ দাস ঠাকুরা, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, কবি অনন্ত মন্ডল, তাপস কুমার পাল ( জাতীয় শিক্ষক), অরূপ চৌধুরী ( গাছ মাস্টার), কবি তাপস ভূষণ সেনগুপ্ত, কবি নিখিল চক্রবর্তী, কবি প্রদীপ দে , বাচিক শিল্পী বিপ্লব মন্ডল প্রমুখ মঞ্চাসীন ব্যক্তিবর্গের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষে সায়ন্তি হাজরা, সৌম্য পাল, মিনতি গোস্বামী, চিরঞ্জীব ঘোষ প্রমুখের উপস্থিতিতে প্রায় একশত দশ জন কবি, আবৃত্তিকার, সংগীত শিল্পী অংশগ্রহণ করেন।
সেখ মহম্মদুল হক, ডাঃ সেখ সাবের আলি,সুরমান আলি মল্লিক, অশোক বর্মন, শুভজিৎ মজুমদার, শিবরাম মজুমদার, শরৎচন্দ্র দাস, উদিত সিংহ , দেবনাথ মুখার্জী, দেবলীনা খান্না, কানন হাঁসদা, দুলাল দাস, পার্বতী মিত্র,শিখা সরকার, সমাপ্তিকা মন্ডল, তন্দ্রা বসু, কৃষ্ণা গাঙ্গুলী, রীণা কুন্ডু, শুক্লা গাঙ্গুলী, সৈয়দ হাসনে আরা, বেনজির নাজ, মন্দিরা মুখার্জী, সবিতা চ্যাটার্জী, স্বরূপ মুখার্জী, কমলেন্দু পাল, রবীন্দ্রনাথ নন্দী, সন্দীপ রায়,সত্য রঞ্জন বিশ্বাস, সেখ মালেক জান,সেখ আজিমুল হক, অশোক সরকার, বাদল মান্ডি, সুখ কবি, চিরন্তন দাস মৌলী , সব্যসাচী কোনার, সুবর্ণা বিশ্বাস, নন্দিতা সাহু, সুজাতা দাস , অহংজিৎ বসু, দেবশ্রী চ্যাটার্জী পাল, হেমা পাল বর্ধন, অস্মিতা রায় বসু, দীপা কুমার, তারা সরকার, অদিতি মুখার্জী, বিউটি সান্যাল, দুরন্ত নাগ, সুফি রফিক উল ইসলাম, মধুসূদন দত্ত, সৈয়দ মুশারফ আজম প্রমুখ ব্যক্তিগণের সঙ্গে আরো অনেকে উপস্থিত ছিলেন এই মহতী কবিতা উৎসবে।
বৃক্ষ রোপণ, প্রদীপ প্রজ্জ্বলন, পত্রিকার প্রচ্ছদের মোড়ক উন্মোচন মনোগ্ৰাহী বক্তব্য, নৃত্য, আবৃত্তি, শ্রুতি নাটক, কবিতা পাঠ প্রভৃতির মধ্য দিয়ে সারাদিন এই গরমের সকাল দুপুর বিকেল ভালোই কাটলো। সঞ্চালনায় ছিলেন সব্যসাচী কোণার, পিয়ালী গোস্বামী, সুবর্ণা বিশ্বাস, শতভিষা চট্টোপাধ্যায়। প্রচ্ছদ করেছেন শিল্পী পার্থ সারথি মাজিল্যা । আন্তরিকভাবে ধন্যবাদ জানাই – সমগ্র অনুষ্ঠান পরিচালনা, উপস্থাপনা ও পরিকল্পনায় ছিলেন পূর্ব বর্ধমান শহরের পরিচিত মুখ, বিশিষ্ট বাচিক শিল্পী সায়ন্তী হাজরা।