29/03/2024 : 3:04 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ নিস্তব্ধ কলকাতার বুক – আমিরুল ইসলাম

শিশিরে ভেজা ছিপছিপে পিচ রাস্তায়
নেশায় বুদ থাকি একাকী।
সিগারেট টানা শুষ্ক ঠোঁট কখনো লুকায়,
কখনো বলে যায় কত’কী..!

শেষরাতের নিস্তব্ধ কলকাতার শুষ্ক বুক
সর্ব-হারা প্রেমিকের সুরক্ষিত ভূম
যেখানে বুকে চাপা সহস্র পুরনো দুঃখ-
এক সিগারেটে অনায়াসেই হয় গুম।

চৌরাস্তার ল্যাম্পপোষ্টটি আবারো
এক একটা অস্থির নিশ্বাসের সাক্ষী রইল,
নিশ্বাসের ভারে আকাশটা বিবর্ণ গাঢ়
চাঁদ’টাও ক্লান্ত হয়ে,নিমেষেই ঢেকে গেল।

ছড়ানো ছিটানো কয়েক’টা ইচ্ছে তুমুল-
ঝগড়ায় মেতেছে; পূরণ হতে তাদেরও বাকি।
স্বপ্নগুলো প্রজাপতি হয়ে খোঁজে নতুন ফুল,
ফিরে আসে ক্লান্ত হয়ে অশ্রুভর্তি আখি।



দৈনিক কবিতা বিভাগে লেখা পাঠাতে হলে ইমেইল করুন zeropointpublication@gmail.com অথবা ওয়াটসঅ্যাপ করুন 9375434824



 

Related posts

e-জিরো পয়েন্ট – জ্যৈষ্ঠ ১৪২৭ (রবীন্দ্র-নজরুল সংখ্যা)

E Zero Point

দৈনিক কবিতাঃ প্রকৃত বন্ধু

E Zero Point

দৈনিক কবিতাঃ তোমার বিরহে

E Zero Point

মতামত দিন