25/04/2024 : 12:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

ভ্যাকসিনের জন্য রাত দুটো থেকে লাইন পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৪ এপ্রিল ২০২১: 


প্রতিদিনই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যার নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন এই করোনা থেকে বাঁচার উপায় একমাত্র ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন নেওয়ার জন্যই রাত দুটো থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষেরা।

সারা রাত অপেক্ষা করে সকালে ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছেন বহু মানুষ। এমনই ছবিটি পূর্বস্থলী এক নম্বর ব্লকের শুক্রবার সকালে শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে। কেউ বলছেন রাত দুটো থেকে কেউ কেউ আবার তারও আগে থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন।

এত আগে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিনের টোকেন পাবে কি না তা নিয়ে সন্দিহান মানুষেরা। কারণ ইতিমধ্যেই হসপিটালের তরফ থেকে প্রথম ডোজ পঞ্চাশ জন এবং দ্বিতীয় ডোজ পঞ্চাশ জনকে দেওয়া হবে এমনই লিস্ট টাঙানো হয়েছে। প্রতিদিন আরও কিছু করে ভ্যাকসিন দেওয়ার সংখ্যা বাড়ানো হোক চাইছেন সাধারণ মানুষেরা।

Related posts

১০০ দিনের কাজের টাকার জন্য ফর্ম ফিলাপ পূর্বস্থলীতে

E Zero Point

কিছুটা কমলো দৈনিক সংক্রমন বর্ধমানে, আজ ৩৪২

E Zero Point

পুরুষের থেকে মহিলা ভোটার বেশি মেমারি বিধানসভায়

E Zero Point

মতামত দিন