01/10/2023 : 1:26 AM
অন্যান্য

লকডাউন 3.0 : কেন্দ্র সরকার ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ালো

বিশেষ সংবাদঃ দেশে করোনার ভাইরাসের সংকট প্রতিনিয়ত বাড়ছে।সেদিকে লক্ষ রেখে করোনার সঙ্কট মোকাবিলার জন্য লকডাউনের সময়সীমা দুই সপ্তাহের জন্য বাড়ানো হল কেন্দ্রসরকার থেকে।১৭ মে দেশে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারির মাধ্যমে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহীত সিদ্ধন্তের ভিত্তিতে এই লকডাউনের মেয়াদ বাড়লেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। গ্রিন ও অরেঞ্জ জোনে  নিয়ন্ত্রণ শিথিল করা হতে পারে। তবে বিমান, ট্রেন, মেট্রো চলাচল বন্ধই থাকবে ওবন্ধ থাকবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সড়ক পথও।

নোভেল করোনার প্রকোপ ঠেকাতে গত ২৪ মার্চ ২১ দিনের জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় দফায় তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। এ বার তা বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হল।

প্রসঙ্গগত উল্লেখ্য ২১ মে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই লকডাউন ঘোষণা করেছেন।

Related posts

মেমারি পৌরসভা মেমারি স্টেডিয়ামে তৈরি করলেন আইসোলেশান ক্যাম্প

E Zero Point

মেমারির বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষের পাশে সিপিআইএম কর্মীরা

E Zero Point

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম: অন্তিম পর্ব

E Zero Point

মতামত দিন