রামনারায়ণ চতুর্বেদী, বর্ধমানঃ গত ১ মে লকডাউন এর পরিস্থিতিতে ৭৫ জন সাংবাদিক ২৫ জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পূর্ব বর্ধমানের সমাজের সাথে পত্রিকার সম্পাদক দুরন্ত নাগ। খাদ্য সামগ্রী প্রদানের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সাংবাদিক। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও বাউল শিল্পী স্বপন দত্ত বর্তমান পরিস্থিতির উপর সকলকে বাউল গান শোনান। আয়োজক সম্পাদক দুরন্ত নাগ জানান, করোনার প্রকোপে বহু মানুষ সমস্যায় আছেন, সমাজের সাথী পত্রিকা তার সাধ্যমত কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন।