28/05/2023 : 7:23 PM
অন্যান্য

ভিডিওঃ লকডাউন 2.0 : মেমারিতে কি লকডাউন উঠে গেল ?

স্টাফ রিপোর্টার, মেমারিঃ লকডাউনের মধ্যেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দেশে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১২৬ জন। এই নিয়ে সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৮৮৫। অন্য দিকে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২ জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২। সারা দেশের মধ্যে করোনায় আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৫৫। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছেন ৫১ জন। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্ত ১৪৪ জন। মৃত ১০। আপাতত পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত কেউ করোনা আক্রান্ত না হলেও অজস্র মানুষ আছেন হোম কোয়ান্টিনে। লকডাউন বেড়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে কিন্তু মেমারি শহরের মানুষ লকডাউনের  লক্ষণরেখা এখনও মানতে পারছেন না। গত কাল মেমারি শহরের লকডাউনের পরিস্থিতি ঘুরে দেখার পর আমরা একটি ভিডিও রিপোর্ট তৈরি করি। উদ্দেশ্য মানুষকে শুধুই সচেতন করা।

দেখুন জিরো পয়েন্ট-এর একটি ভিডিও রিপেোর্টঃ

আরও দেখুন – গত ১৩ এপ্রিল জিরো পয়েন্ট ওয়েবসাইটে প্রকাশিত https://ezeropoint.net/news/455896    মেমারিতে কি লকডাউন উঠে গেল ???

Related posts

শর্ট ফিল্ম Conquering Death দেখুন, মেমারির অসহায় মানুষের পাশে থাকুন

E Zero Point

আত্মঘাতী বাঙালি…ঝড়ের গতিতে সংক্রমণ বাড়ছে….মেমারিতেও মানুষ রাস্তায় ছুটছে

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা | সুতপা দত্ত, শান্তনু পাল, নদেরচাঁদ হাজরা, বিমল মণ্ডল 

E Zero Point

মতামত দিন