09/12/2023 : 1:16 PM
অন্যান্য

মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে খাদ্রসামগ্রী প্রদান

নিজস্ব সংবাদঃ করোনা মোকাবিলার জন্য রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় লকডাউন চলছে। ফলে মেমারির মত শহরের দিন আনি দিন খায় শ্রমজীবিরা, ছোট ছোট ব্যবসায়ীরা বিশাল বড় ধাক্কা খেয়েছে। এমন সংকটের সময় যাওয়া এইসব মানুষদের পাশে এসে দাঁড়ালো মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলার বিদ্যুৎ দে ও ওয়ার্ড কমিটির সদস্যরা।

কয়েকদিন ধরেই ১৩ নং ওয়ার্ডের দেবু জানা, জয়প্রকাশ সিং, সৌরভ ঘোষ, প্রসেনজিৎ দত্ত, মৃত্যুঞ্জয় কুন্ডু, সুভাষ সাধুখাঁ, প্রশান্ত সিংহরায়, প্রসূণ দাস, অশোক চক্রবর্ত্তী, জয়ন্ত সাহা, তপন মিত্র, সন্তু নায়েক, ছোট্টদের সহযোগিতায় খাদ্যসামগ্রী সংগ্রহ ও প্যাকেটিং করার পর ওয়ার্ডের বিভিন্ন পাড়াতে ঘুরে ঘুরে প্রায় ৪০০ পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল তুলে দেন এবং করোনা নিয়ে সচেতন অভিযান চালান।

 

Related posts

করোনা পরিস্থিতিতে ত্রাণের সাহায্যে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সার্কলের ডাক দফতর

E Zero Point

মেখলিগঞ্জে বিজেপির জনসভা

E Zero Point

বলিউডের আর এক নক্ষত্র পতনঃ ঋষি কাপুর শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন

E Zero Point

মতামত দিন