05/12/2023 : 8:29 PM
অন্যান্য

দুয়ারে পঞ্চায়েত ভোটঃ চায়ে পে চর্চায় রাজ্যের মন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৩ জুলাই ২০২২: 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে ফিরে চায়ের দোকানে বসে এলাকাবাসীদের সাথে কথা বলে জনসংযোগ সারলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন শুক্রবার সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা এলাকার কিষান মান্ডি র সামনে একটি চায়ের দোকানে হাজির হন মন্ত্রী।

এলাকাবাসীদের কোনো অভাব অভিযোগ আছে কি না সেগুলি জানার চেষ্টা করেন তিনি। পাশাপাশি সরকারি সমস্ত রকমের সুবিধা তারা পাচ্ছেন কিনা সেগুলিও জানতে চান মন্ত্রী স্বপনবাবু। গতকালই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কর্মীদের বার্তা দেন মানুষের কাছে পৌঁছাতে হবে সামনে পঞ্চায়েত ভোট রয়েছে।

আর মুখ্যমন্ত্রীর সেই দেওয়া বার্তা নিয়েই সেদিন শুক্রবার থেকে জনসংযোগ করতে শুরু করলেন মন্ত্রী স্বপনবাবু। আগামী দিনেও একইভাবে সকালের দিকে জনসংযোগ ছাড়বেন বলে জানান এদিন মন্ত্রী।

Related posts

করোনা ভাইরাসের উত্তরোত্তর বৃদ্ধি, তবু হুঁশ ফেরেনি কালনার আমজনতার

E Zero Point

বিদ্যালয় খোলায় অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে

E Zero Point

করোনা নয়, নারকেল গাছে সাদা মাছি

E Zero Point

মতামত দিন