04/12/2023 : 6:01 PM
আমার বাংলা

টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হল রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রীকে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৩ জুলাই ২০২২:


যেমনটা মনে করা হচ্ছিলো সেটাই হলো। টানা জিজ্ঞাসাবাদের পর দিনরাত্রি শেষে শনিবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সারা দিন তো বটেই রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

একই সঙ্গে ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। দুবস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছে বলে ইডির দাবি। যে নগদ উদ্ধার হয়েছে, তা ব্যাঙ্ককর্মীদের দিয়ে যন্ত্রের সাহায্যে শনিবার সকাল পর্যন্ত গোনার কাজ চলেছে। ইডি সূত্রের খবর, ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলেই প্রাথমিক ভাবে মনে করছে তারা।

Related posts

মুর্শিদাবাদে জঙ্গীপুর সাহিত্য উৎসব

E Zero Point

কৃষক বন্ধু প্রোগ্রামে কৃষ্ণ ঘোষ

E Zero Point

মেমারি ২ ব্লকের সাতগেছিয়ায় ব্যবসায়ীদের উদ্যোগে মাস্ক বিতরণ

E Zero Point

মতামত দিন