06/06/2023 : 11:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

লাল হলুদ পরম্পরা ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির শ্রীরামপুরে

স্টাফ রিপোর্টার, শ্রীরামপুরঃ গত ৭ই জুন, রবিবার, হুগলি জেলার শ্রীরামপুর মাহেশ এর অন্তর্গত লাল হলুদ পরম্পরা ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব এর উদ্যোগে, মাহেশের বিনোদ ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও ইস্টবেঙ্গলের স্বপ্নের ছেলে সৈয়দ রহিম নবি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী শর্মিষ্ঠা দাস, এলাকার ইস্টবেঙ্গল সমর্থকগণ অসাধারণ নাগরিকবৃন্দ। সংস্থার সেক্রেটারি মৃদুল দেবনাথ জানান আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরের ১১০ জন রক্তদাতার রক্ত দান করেছেন। উনি আরো জানান যে লাল হলুদ পরম্পরা ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব সারাবছরই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, যেমন – বৃক্ষরোপণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু দানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা প্রভৃতি।

Related posts

মেমারিতে পিকনিক করতে এসে ডিভিসিতে তলিয়ে মৃত্যু যুবকের

E Zero Point

মন্তেশ্বরে সয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বচ্ছতা অভিযান

E Zero Point

নব্য তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মতামত দিন