রুপাঞ্জন রায়ঃ গত ৬ জুন শনিবার উত্তর ও দক্ষিণল ২৪ পরগনার আমফানের গ্রাসে ক্ষতিগ্রস্থ বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিলি করলো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি সব জেলার পঞ্চায়েত কর্মচারীরা যথাক্রমে নির্মাণ সহায়ক, নির্বাহী সহায়ক, সচিব, সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মচারী সহ ব্লক ও জেলা স্তরের এই সংগঠনের অন্তর্গত সমস্ত কর্মচারীরা অনুদান করে প্রায় দশ লক্ষ টাকা সংগ্রহ করে করোনা ও তৎসহ আমফানের ক্ষতিগ্রস্ত দের জন্য এই ত্রাণ বিলি করে চলেছে।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি থেকে জানানো হলো যে, প্রাথমিক পর্যায়ে পুরুলিয়া ও দুই চব্বিশ পরগনা তে ত্রাণ বিলি হচ্ছে। সব জেলাতেই প্রয়োজন মতো এই ত্রাণ বিলি চলতেই থাকবে। সংগঠনের পেনশন ভোগীরাও এই মহৎ উদ্দেশ্যে সামিল হয়েছেন।