শেখ নিজাম আমলঃ আজ গলসী ২ সিপিআইএম এড়িয়া কমিটির অন্তর্গত খানাজংশন বাজার এলাকায় করোনা’মোকাবিলায় লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো’র পাশাপাশি আমফান -এ ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য অর্থ সংগ্ৰহ করা হল সিপিআইএম এড়িয়া কমিটির অন্তর্গত খানাজঙশন এলাকায়। আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাফর আলী, নিখিলেশ দত্ত,নাড়ুযশ, ভোলা বাউরী সুমিত পাঁজা সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। এই সংগ্রহের সময় মানুষ নিজে থেকে উৎসাহিত হয়ে তাদের সাধ্যমত দান করলেন। তাদের এই দানের উৎসাহকে সাধুবাদ জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট