23/05/2024 : 8:25 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আমফানের জন্য সিপিআইএম-এর অর্থ সংগ্রহ খানা জংশনে

শেখ নিজাম আমলঃ আজ গলসী ২ সিপিআইএম এড়িয়া কমিটির অন্তর্গত খানাজংশন বাজার এলাকায় করোনা’মোকাবিলায় লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো’র পাশাপাশি আমফান -এ ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য অর্থ সংগ্ৰহ করা হল সিপিআইএম এড়িয়া কমিটির অন্তর্গত খানাজঙশন এলাকায়। আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাফর আলী, নিখিলেশ দত্ত,নাড়ুযশ, ভোলা বাউরী সুমিত পাঁজা সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। এই সংগ্রহের সময় মানুষ নিজে থেকে উৎসাহিত হয়ে তাদের সাধ্যমত দান করলেন। তাদের এই দানের উৎসাহকে সাধুবাদ জানানো হয়।

Related posts

বার কাউন্সিলে তৃণমূল লিগ্যাল সেলের স্মারকলিপি

E Zero Point

পূর্বস্থলীর মৃৎশিল্পীরা চরম বিপাকে

E Zero Point

নতুন সাজে সজ্জিত খাগড়া টাউন আউটপোস্ট

E Zero Point

মতামত দিন