26/04/2024 : 1:06 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাটোয়া পৌরসভার পৌরপ্রশাসকের অফিসে ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ২৬ অগাষ্ট ২০২০:


৬ দফা দাবি দাওয়া নিয়ে বুধবার কাটোয়া পৌরসভার পৌরপ্রশাসকের অফিসে ডেপুটেশন দিল কাটোয়া ২নং ব্লকের গ্ৰামীণ সম্পদ কর্মীরা। প্রসঙ্গত বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে গ্ৰামীণ সম্পদ কর্মীদের দেওয়া মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পূরণ, গ্ৰামীণ সম্পদ কর্মীদের স্থায়ীকরণ, স্বাস্থ্য বীমার সুযোগ, সরকারি কর্মচারীর মর্যাদার স্বীকৃতি এবং সামাজিক নিরীক্ষা কাজে সারাবছর নিযুক্ত রাখার দাবি জানানো হয়েছে এই ডেপুটেশনের মাধ্যমে। গ্ৰামীণ সম্পদ কর্মীদের দাবি, পঞ্চায়েতের অধীনে যেভাবে কাজ করা হয় তাতে পাওয়া সম্মানিক ভাতায় সংসার চলতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। আবার বিভিন্ন কাজে নিযুক্ত থেকে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে পরিবার চরম আর্থিক সঙ্কটে পড়বে। তাই বিমার আওতায় আনার দাবিতে সরব হয়েছেন তাঁরা। সামাজিক দুরত্ব বজায় রেখে কাটোয়ার বিধায়ক তথা পৌরপ্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাতে ৬ দফার স্মারকলিপি তুলে দিলেন গ্ৰামীন সম্পদ কর্মীরা। বিধায়ক তথা পৌরপ্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আশ্বাস দিলেন বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। পৌরপ্রশাসকের আশ্বাসে গ্ৰামীণ সম্পদ কর্মীরা খুব খুশি।

Related posts

মেমারিতে বেআইনি ৮৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

E Zero Point

সালিশি সভায় অপমান, গলায় দড়ি আত্মহত্যা তৃণমূল মহিলা কর্মীর

E Zero Point

ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের চাটাই বৈঠক

E Zero Point

মতামত দিন